নতুন আইডি কার্ড পাননি? জেনে নিন পাওয়ার উপায়। NEW NID CARD DOWNLOAD | ANYTOPICSBD

Hi all wellcom to Anytopicsbd

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন!
আজকে কথা বলবো নতুন আইডি কার্ড নিয়ে, যারা নতুন আইডি কার্ড করেছেন, কিন্তু এখনো পান নাই। তাদের জন্যই আজকের এই পোস্ট।

AnytopicsBD

Table Of Contents :

ভোটার আইডি কার্ড  কী?

ভোটার আইডি কার্ড বা NID Card হলো সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র যা দিয়ে যেকোন নাগরিক দেশের যেকোন জায়গায়, যেকোন সরকারী ও ব্যক্তিগত সুবিধা লাভ করতে পারেন এবং নিজের নাগরিকত্ব পরিচয় পাওয়ার জন্য যেই পরিচয়পত্র সরকার কর্তৃক দেওয়া হয় তাই হলো ভোটার আইডি কার্ড বা NID Card।


ভোটার আইডি কার্ড কেন প্রয়োজন

ভোটার আইডি কার্ড বা NID Card দ্বারা একজন নাগরিক তার দেশের যেকোন সরকারি ও ব্যাক্তিগত সকল সুবিধা ভোগ করতে পারেন। নিজের নাম রেজিষ্ট্রেশন করে সিম ক্রয়, যেকোন সরকারী ভাতা গ্রহণ, চাকুরী পাওয়া এই সকল কাজের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড বা NID Card প্রয়োজন হয়।


ভোটার আইডি কার্ড করতে কি কি লাগবে?

ভোটার আইডি কার্ড বা NID Card করতে যা যা লাগবে?

  • অনলাইন জন্ম নিবন্ধন
  • বাবা-মা এর ভোটার আইডি কার্ড বা NID Card
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি থাকে)
  • ইউটিলিটি বিল/হোল্ডিং ট্যাক্স এর রশিদ/চৌকিদারী ট্রাক্স এর রশিদ
  • সচল মোবাইল নম্বর
  • কাবিন নামা (বিবাহিত হলে), 
  • স্বামী/স্ত্রীর ভোটার আইডি কার্ড বা NID Card (যদি থাকে)

যারা ভোটার হয়েছেন কিন্তু আইডি কার্ড পান নাই তাদের জন্য

যারা ভোটার আইডি কার্ড বা NID Card নিবন্ধন করেছেন, তবে এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড বা NID Card পান নাই। তারা আমাদের সাইটে অথবা হোয়াটসএ্যাপ এ যোগাযোগ করুন। ভোটার আইডি কার্ড বা NID Card পেতে যা যা নিয়ে যোগাযোগ করতে হবে।
  • ভোটার হওয়ার সময় যেই মোবাইল নম্বর ব্যবহার করেছেন সেই মোবাইল নম্বর
  • জন্ম নিবন্ধন নম্বর
  • জন্ম তারিখ
  • ভোটার স্লিপ নম্বর
  • নিজের পুরো নম্বর
উপরোক্ত তথ্যে মধ্য হতে নিজের পুরো নাম এবং জন্ম তারিখ ব্যতিত ডকুমেন্ট গুলো হতে যেকোন একটি ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করলেই হবে।

আজকের মতো এই পর্যন্ত, আশা করি দেখা হবে অন্য কোন দিন, অন্য কোন পোস্টে।
সেই পর্যন্ত খোদা হাফেজ।

Reactions

Post a Comment

0 Comments