সার্জেন্ট পরিচয়ে নিয়ে যাচ্ছেন দামি মোটরসাইকেল রেখে দেয় আরেকটি

Hi all wellcom to Anytopicsbd

সার্জেন্ট পরিচয়ে নিয়ে যাচ্ছেন দামি মোটরসাইকেল রেখে  দেয় আরেকটি


দেড় বছরের ব্যবধানে ঢাকায় সার্জেন্ট পরিচয়ে এক ব্যক্তি দুইজনের কাছ থেকে দুটি দামি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেন 
দেড় বছরের ব্যবধানে ঢাকায় সার্জেন্ট পরিচয়ে এক ব্যক্তি দুইজনের কাছ থেকে দুটি দামি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেন। রাজধানীতে দেড় বছরের ব্যবধানে ট্রাফিক পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে এক ব্যক্তি দুজনের কাছ থেকে দামি মোটরসাইকেল নিয়ে হাওয়া হয়ে গেছেন। এ ঘটনায় মামলা হলেও সার্জেন্ট পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে খুঁজে বের করতে পারেনি পুলিশ।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০২২ সালের ১ মার্চ রাজধানীর ধানমন্ডিতে সার্জেন্ট পরিচয় দিয়ে কাগজপত্র পরীক্ষার ছলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সুজুকি ব্র্যান্ডের (দাম ২ লাখ ৫৫ হাজার টাকা) মোটরসাইকেল নিয়ে যান ওই দুর্বৃত্ত। এর দেড় বছর পর ১ মার্চ একইভাবে বনানী থেকে আরেক বেসরকারি চাকরিজীবীর সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে যান তিনি। ভুক্তভোগী দুই মোটরসাইকেল চালকের সঙ্গে কথা বলে জানা গেল, সার্জেন্ট পরিচয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পর দুবারই ওই ব্যক্তি ঘটনাস্থলে আরেকটি মোটরসাইকেল রেখে যান।
জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী সাহান হক  বলেন, সার্জেন্ট পরিচয় দিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।যত দ্রুত সম্ভব অপরাধীকে বিচারের আওতায় আনা হবে।

Reactions

Post a Comment

1 Comments

please Wait