এমভি আব্দুল্লাহ,র জিম্মি নাবিকরা ঈদের আগে কি বাড়ি ফিরতে পারবেন না?

Hi all wellcom to Anytopicsbd


গত ১২ই মার্চ এমভি আব্দুল্লাহ ছিনতাই করে সোমালির জলদস্যুরা। 


বাংলাদেশি মালিকানাধীন মালবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের তিন সপ্তাহ সময় হতে লাগলো। সোমালির জলদস্যুদের হাতে জিম্মি জাহাজটির নাবিকরা ঈদের আগে পরিবারের কাছে ফিরতে পারবেন কি না এটি নিয়ে তৈরি হয়েছে অনেক সংশয়।

 জাহাজটির মালিকরা বলছেন, নাবিকদের দ্রুত মুক্ত করতে তারা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন।

এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের পর প্রথম আট দিন চরম উদ্বেগ-উৎকণ্ঠায় কেটেছে জিম্মি নাবিকদের পরিবারগুলোর।

নয় দিনের মাথায় সোমালি জলদস্যুরা এমভি আব্দুল্লাহ’র মালিক কবির গ্রুপের সাথে যোগাযোগ করলে কিছুটা 'আশার আলো' দেখতে পায়েছেন তারা।


এমভি আব্দুল্লাহ’র চিফ অফিসার আতিকুল্লাহ খানের মা শাহানুর বেগম বলেন,আমরা অধীর অপেক্ষায় পথ চেয়ে আছি যে, কখন ছেলেটা মুক্ত হয়ে ঘরে ফিরে আসে। 

তিনি বলেন, আমার ছেলে ঈদের আগেই ঘরে ফিরে আসুক'

এমভি আব্দুল্লাহ’র মালিকপক্ষও জানিয়েছে যে, ঈদের আগে নাবিকদের মুক্ত করতে তারা সব ধরনের চেষ্টা চালাচ্ছেন।



কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন,“আমরাও চাচ্ছি ঈদের আগেই এই জিম্মিদশার অবসান হোক এবং সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি,

তবে বিশেষজ্ঞরা বলছেন, ঈদের আগে মুক্তি পেলেও এমভি আব্দুল্লাহ’র নাবিকদের দেশে ফেরানো কঠিন হবে।

“জাহাজটি এখন যেখানে অবস্থান করছে, মুক্তি পেলেও ঈদের আগে সেখান থেকে বাংলাদেশে আসা সম্ভব হবে না বললেই চলে,বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।বলেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Reactions

Post a Comment

1 Comments

  1. যতো তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার করা দরকার

    ReplyDelete

please Wait