বাড়ি গিয়ে যেভাবে ভোট নেওয়া হচ্ছে ভারতে!

Hi all wellcome to Anytopicsbd 




ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে আরও কদিন বাকি আছে, তবে ইতোমধ্যেই কয়েক হাজার মানুষ ভোট দিয়ে দিয়েছেন। শুনতে একটু অবাক লাগলেও, এটাই সত্য যে সব রাজ্যেই এই বিশেষ ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে কদিন ধরেই, আর এক্ষেত্রে ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসা হচ্ছে। 

এই ব্যবস্থার অধীনেই ভোট দিয়েছেন কোচবিহার জেলার মাথাভাঙ্গার বাসিন্দা কুমুদিনী বর্মন।

ভোটার তালিকা অনুযায়ী তার বয়স ১১৪ বছর।

কোচবিহার আসনে ভোট গ্রহণের দিন ১৯শে এপ্রিল। তবে মিসেস বর্মনের ভোটটি আগেই বাড়িতে গিয়ে নিয়ে এসেছেন ভোট কর্মীরা। 


প্রথম দফায় ১৯শে এপ্রিল যেসব আসনের ভোট গ্রহণ হবে, সেই সব জায়গাতেই এই প্রক্রিয়ায় ভোট নেওয়া হচ্ছে। তবে এই ব্যবস্থা শুধুমাত্র ৮৫ বছরের ওপরের প্রবীণ এবং যাদের শরীরে শারীরিক প্রতিবন্ধকতা আছে, তাদের জন্য।

কয়েক বছর আগে থেকেই ভারতের নির্বাচন কমিশন প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা চালু করেছে। 

নিজের বাড়িতেই ভোট দিচ্ছেন ১১৪ বছর বয়সী কুমুদিনী বর্মন 


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 

Reactions

Post a Comment

0 Comments