ইসলামের আগে কি যাকাত দেয়ার ব্যবস্থা চালু ছিল? কি না?

Hi all wellcom to Anytopicsbd




যাকাত হলো আরবি শব্দ, এর আভিধানিক অর্থ হলো যে জিনিস ক্রমশ বৃদ্ধি পায় ও পরিমাণে বেশি হয়।



অর্থাৎ যাকাত হলো ‘বরকত’। যার মানে হচ্ছে পরিমাণে বৃদ্ধি পাওয়া, প্রবৃদ্ধি লাভ, পবিত্রতা, পরিচ্ছন্নতা, শুদ্ধতা ও সুসংবদ্ধতা। ইসলামের ধর্মের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হলো যাকাত।

অন্য চার স্তম্ভ— ঈমান ,রোজা ,নামাজও হজ্জের মতো যাকাত আদায় করাও মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদত। যা মুসলিমরা পালন করেন।


ইসলামি চিন্তাবিদদের মতে, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন  মাজিদ। অনেক জায়গায় নিয়মিত নামাজ আদায়ের আদেশের পাশাপাশি যাকাতেরও আদেশ প্রদান করা হয়েছে। তাই জাকাত মুসলমানদের উপর ফরজ ইবাদত।


যেকোন বিষয়ে খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ 


Reactions

Post a Comment

0 Comments