কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের এই বছরের সেরা ডোমেইন হোস্টিং অফার.....!!!
আপনার
কোম্পানীর/ পার্সোনাল ব্লগ/ওয়েবসাইট বা ছোট পরিসরে ওয়েবসাইট যারা শুরু
করতে যাচ্ছেন তাদের জন্য ভাল ও দ্রুত গতির ওয়েব সাইটের জন্য DianaHost
দিচ্ছে SHOCKING অফার। এ সু্যোগ সীমিত সময়ের জন্য।
কি কি থাকছেঃ
অফারটি পেতে অর্ডার পেজে নিচের প্রোমো বা কুপন কোডটি ব্যভার করুন।
আপনি যদি চান তাহলে এই সাইট থেকে আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন-হোস্টিং কিনতে ইচ্ছুক হন তাহলে প্রথমে Dianahost.com এই ওয়েব সাইটে যান। তারপর আপনার নিচের মতো একটি উইন্ডো ওপেন হবে।
তারপর সার্চ বক্সে আপনার পছন্দের ডোমেইনটি লিখে সার্চ দিন।
যদি সেটি Available থাকে তাহলে সেটি কার্ট এ যুক্ত করে পরের স্টেপগুলো ফলো করে এগিয়ে যান।
এরপর সেখানে আপনাকে একটি খুলতে হবে এরকম কিছুর নির্দেশ পাবেন এবং আপনাকে রেজিষ্টার পেইজে নিয়ে যাবে। একাউন্ট করা সম্পন্ন হলে আপনার মেইলে পাঠানো ভেরিফিকেশন লিংকে ক্লিক করে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন। তারপর পেমেন্ট করার ঠিক এক ঘন্টার ভিতর আপনার অর্ডার একটিভেট হবে।
পেমেন্ট অপশন :
১. বিকাশ
২. রকেট
৩. পেপাল
৪. ডেবিট/ক্রেডিট অথবা মাষ্টার কার্ড
Order Now
তাহলে আর দেরী কেন? আজই অনলাইনে নিয়ে আসুন আপনার ওয়েবসাইট DianaHost এর সাথে।
তাছাড়া এই এ্যফিলিয়েট সুবিধা আছে। যার মাধ্যমে আপনি তাদের সাইটের প্রোডাক্ট গুলো নিয়ে মার্কেটিং করে কাস্টমার এনে দিয়ে আয় করারও সুবিধা পাবেন।
সবনিম্ন ৫০০ টাকা হলে সেই টাকা আপনি বিকাশে নিতে পারবেন।
তাছাড়া এই এ্যফিলিয়েট সুবিধা আছে। যার মাধ্যমে আপনি তাদের সাইটের প্রোডাক্ট গুলো নিয়ে মার্কেটিং করে কাস্টমার এনে দিয়ে আয় করারও সুবিধা পাবেন।
সবনিম্ন ৫০০ টাকা হলে সেই টাকা আপনি বিকাশে নিতে পারবেন।
0 Comments
please Wait