আমরা অনেকেই অনলাইনে আর্টিকেল লিখে আয় করার কথা জানি।
কিন্তু আমরা কেউ জানি কি কোথায় কি ভাবে লিখে অনলাইনে আয় করতে হয়, আর কিভাবে লিখতে হবে।অনেকেই জানি না। তাই আজ এ আয়োজন। আজ আমরা জানাবো কি ভাবে আর্টিকেল লিখতে হয় এবং কি ভাবে হাই প্রোফাইল আর্টিকেল লিখা সম্ভব।
যা যা দরকার
১। কম্পিউটার/ এন্ড্রয়েড ফোন।২। ইন্টারনেট সংযোগ
৩। অভিজ্ঞতা
৪। ভালোভাবে লিখার যোগ্যতা।
তাহলে শুরু করা যাক
আমরা সবাই কমবেশি ফেসবুকে জয়েন আছি আর যারা ফেসবুকে জয়েন নেই তারা এখান থেকে একটি ফেসবুক আইডি খুলে নিন।তারপর আপনারা বিভিন্ন রাইটারস গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে বিভিন্ন রকম লেখা পড়তে থাকুন।
যেমন ঃ
১। রোমান্টিক গল্প
২। আয়মুলক পোস্ট
৩। বিজ্ঞান ও প্রযুক্তি মূলক পোস্ট
৪। জানা- অজানা মূলক পোস্ট
সাধারণত অনলাইনে ২ নং পোস্টের উপর আর্টিকেল লিখে আয় করা সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতি। তাই ২ নং পোস্টটির উপর বেশি নজর দেওয়া উচিত। অনলাইন আর্টিকেল লিখে আয় করা এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে একটি। কারণ বিশ্বে প্রতিদিন অনেক প্রতিষ্ঠান আর্টিকেল লিখার জন্য অনেক ইউনিক রাইটার খুঁজে তাদের নিয়োগ দিয়ে থাকে।
এবার ফেসবুকে গল্পগুলো পড়ার পর যদি আপনার মনে হয় আপনিও তাদের মতো লিখতে পারবেন, তাহলে দেরি না করে আপনিও বিভিন্ন গ্রুপে আপনার লেখা শুরু করে দিন। দেখবেন যদি আপনার লেখা মৌলিক তথ্যে ভরপুর হয় তাহলে আপনি অনেক তাড়াতাড়ি ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠবেন।
এবার আসা যাক আয় করার ব্যাপারে
অনলাইনে আয় করার আগে আপনাকে জানতে হবে যে আপনি যেই সাইটে লিখতে যাচ্ছেন সেই সাইটে কোন ধরনের লেখা পোস্ট করা যায় বা যাবে।লেখার সময় যেসব বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে।
১। খেয়াল রাখবেন যাতে আপনার লেখা প্রতিটি তথ্য নির্ভূল হয়।২। প্রয়োজনীয় যত তথ্য পাঠকের সুবিধার্থে ব্যবহার করা যায় করবেন।
৩। কোন বিখ্যাত তথ্য দিলে তার সোর্স সহ ডিটেইলস দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার লেখা পড়ে বিরক্ত না হয়।
৪। সব সময় সঠিক তথ্য দিবেন যাতে কেউ আপনার বিরোধিতা বা পোস্টে বাজে মন্তব্য করার সাহস না পায়।
৫। সবসময় পাঠকের মতো পড়ে চিন্তা করে ইউনিক পোস্ট লেখার চেষ্টা করবেন ।
৬। কপি/পেস্ট বর্জন করুন। কারণ গুগল আপনার লেখা পড়তে পারে তাই যদি আপনি কপি করেন তাহলে তা গুগল পান্ডা ধরে ফেলবে। এবং সাইট র্যাংকিং কমে যাবে যার কারণে আপনি সাইট থেকে বাদ পড়তে পারেন এতে করে আপনার ও সাইটের সুনাম ক্ষুন্ন হতে পারে তাই অবশ্যই কপি/পেস্ট বর্জনীয়।
সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো পোস্ট করতে পারি।
অবশ্যই পোস্টটি শেয়ার করবেন।
পোস্টটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। আমি একটা নতুন চ্যানেল খুলেছি যাতে কিছু টিউটোরিয়াল বানিয়ে আপনাদের উপকারে আসতে পারি।
আজ এ পর্যন্ত পরের পর্বে দেখা হবে।
আসসালামু আলাইকুম
1 Comments
Nice
ReplyDeleteplease Wait