গুগলের নতুন যন্ত্রপাতি ‘মেড বাই গুগল’

গুগলের নতুন যন্ত্রপাতি
যুক্তরাষ্ট্রের সানফ্রাসিসকোতে গত বধবার ‘মেড বাই গুগল’ অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হলো এ বছরের সর্বশেষ প্রতীক্ষিত গুগল প্রযুক্তিপণ্য। গুগলভক্তদের জন্য নতুন ও নতুন সংস্করণের ৮টি পণ্যের উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এসব পণ্য শিগগিরই বাজারে আসবে।


পিক্সেল ২ ও পিক্সেল ২এক্সএল



এবছর অপেক্ষমাণ স্মার্টফোন তালিকায় শীর্ষ ফোনগুলোর শেষ দুটি ফোন পিক্সেল ২ ও পিক্সেল ২এক্সএল অনুষ্ঠানে উন্মোচন করেছে গুগল। এর মধ্যে গুগলের দ্বিতীয় প্রজন্মের পিক্সেল ২ ফোনটি নকশায় দেখতে গত বছর বাজারে আসা প্রথম প্রজন্মের পিক্সেল ফোনের মতোই। ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ওএলইডি পর্দা। তবে আগের পিক্সেলের সঙ্গে নকশায় মিল থাকলেও যন্ত্রাংশ ও সফটওয়্যারের ব্যবধান রয়েছে, হালনাগাদ করা হয়েছে দুই ক্ষেত্রেই। এদিকে পিক্সেল ২ এক্সএল ফোনটিতেও ৫ ইঞ্চি ওএলইডি পর্দা রেখেছে গুগল। দুঠি ফোনেই কোয়ালকম স্নাপড্রাগন ৮৩৫ চিপসেটের সঙ্গে রয়েছে ৪ গিগাবাইট র‌্যাম। এ ছাড়া প্রথমবারের মতো ফোন দুটির ক্যামেরায় ব্যবহার করা হয়েছে গুগল লেন্স। রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ৬৪ গিগাবাইট পিক্সেল ২-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪৯ ডলার। আর পিক্সেল ২ এক্সএলের দাম রাখা হয়েছে ৮৪৯ ডলার। নতুন সুবিধা হিসেবে যোগ করা হয়েছে ফোনের বিভিন্ন পাশে চাপ দিয়ে নানা কাজ করার মতো সুবিধা। এ ছাড়া নতুন আইফোনের মতো আলাদা হেড জ্যাকও থাকছে না। 
চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এখানে 
Reactions

Post a Comment

0 Comments